২০২২/২৩ মৌসুমে দীর্ঘ  একটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল আর্সেনাল। মিকেল আর্তেতার অধীনে ১৯ বছর পর লিগ জেতাটা সময়ের ব্যপার মনে হচ্ছিল। কিন্তু মৌসুমের শেষ ভাগে এসে টানা পয়েন্ট হারিয়ে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল গানার্সদের। হাইবুরি ছাড়ার পর আর লীগ জিতা হয়ে উঠলনা আর্সেনালের।

ক্লাসের একজন মেধাবী ছাত্র যার রোল ৩/৪ এর মধ্যে থাকে । আবার কখনো কখনো পরীক্ষায় প্রথম হয়ে যায় । সেই ছাত্রের হঠাৎ পড়ালেখার অবনতি ঘটে এবং সেরা দশে থাকাটাই দুষ্কর হয়ে উঠে । এমন ঘটনা যে শুধু স্কুল কলেজে ঘটে তা নয় ফুটবলেও দেখা যায়!!
 
  জ্বী! ঠিক তেমনটাই ঘটেছে ইংলিশ ক্লাব আর্সেনালের বেলায় । ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত লন্ডনের ক্লাবটির সেই মেধাবী ছাত্রের মতই হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার চেষ্টায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে । ইংলিশ প্রিমিয়ার লীগের তৃতীয় সফল দল তারা । মোট ১৩ বার লীগ টাইটেল জিতেছে গানার্সরা । আর ১৩ যেন সত্যিকার অর্থেই আনলাকি ১৩ হয়ে আছে সর্বোচ্চ এফ এ কাপ জয়ী দলটির জন্য ।
 
  আর্সেনাল সর্বশেষ ২০০৪ সালে লিগ জিতেছিল বিরল এক রেকর্ড গড়ে । ২০০৩/০৪ সিজনে লিগের ৩৮ ম্যাচের একটিতেও তারা এর মুখ দেখেনি । ২০০৩ সালের মে মাস থেকে ২০০৪ এর অক্টোবর পর্যন্ত তারা মোট ৪৯ ম্যাচ অপরাজিত  ছিল । ক্লাবটি তাদের সেরা সময় পার করেছে কোচ আর্সেন ওয়েঙ্গারের (১৯৯৬-১৯১৮) অধীনে । ওয়েঙ্গার দায়িত্ব নেওয়ার প্রথম ৯ সিজনের ৮টিতেই প্রথম না হয় দ্বিতীয়  হয়েছে ক্লাবটি। সব ইতিহাস গড়েছে তারা তাদের পুরাতন স্টেডিয়াম হাইবুরিতে । ২০০৬ সালে হাইবুরির সাথে ৯৩ বছরের বন্ধন ছিন্ন করে এবং আর্সেনালের নতুন হোমগ্রাউন্ড এমিরেটস অধ্যায় শুরু হয় । শুরু হয় শিরোপা খরাও ।

চীনের দুঃখ হোয়াংহো,কুমিল্লার দুঃখ গোমতী হলে আর্সেনালের দুঃখ এমিরেটস স্টেডিয়াম ! গানার্সরা তাদের লিগেসিটাও যেন হাইবুরিতেই ফেলে এসেছে । গত ১৭ বছরে এফ এ কাপ ,লিগ কাপ জিতলেও ইংলিশ প্রিমিয়ার লিগ আর জেতা হয়নি ক্লাবটির ।এই সময়ের মধ্যে আর্সেনালের নগর প্রতিদ্বন্দ্বী  চেলসি ৫ বার লীগ এবং ২ বার চ্যাম্পিয়নলীগ জিতেছে ।২০১৯/২০,২০২০/২১ মৌসুমে লীগ শেষ করেছে ৮ম অবস্থানে । ২০২১/২২ মৌসুম শেষ করেছে ৫ম অবস্থানে!

বার্গকেম্প,থিয়েরি অরি,টনি এডামস,ইয়ান রাইটস ,ভিয়েরা,পিরেস,সিমেন এর মত প্লেয়াররা যে ক্লাবে খেলে গেছেন সেই ক্লাবের এমন দূর্দশা নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই । ক্লাবটির মালিক ক্রোয়নকের প্রতিও রয়েছে সমর্থকদের চাপা ক্ষোভ ।