৫ অক্টোবর থেকে শুরু হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ১৩ তম আসর অনুষ্ঠিত হবে ভারতে। ১৯৭৫ সালে ইংল্যান্ডে ৮ দল নিয়ে প্রথম্বারের মত ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। 

কীভাবে আসল এই ওয়ানডে বিশ্বকাপের ধারনা? সে সময় ওয়ানডে ফরম্যাট এতটা জনপ্রিয় ছিলনা। প্রথম আসরের আগে মাত্র ১৮ টি ওডিআই ম্যাচ দেখেছিল ক্রিকেট বিশ্ব। 

১৯০০ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। পরবর্তীতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ক্রিকেটকে বাদ দেয়। 

১৯১২ সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় টেস্ট সিরিজ আয়োজনের প্রচেষ্টা করা হলেও বৈরি আবহাওয়ার কারনে তা আর সম্ভব হয়নি। ১৯৬০ এর দশকের শুরুতে ইংলিশ কাউন্টি দল গুলো সংক্ষিপ্ত পরিসরে ১ দিনের ক্রিকেট ম্যাচ খেলতে শুরু করে। ১৯৬২ সালে ৪ দল নিয়ে মিডল্যান্ডস কাপ ও ১৯৬৩ সালে জিলেট কাপের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৬৯ সালে সানডে লীগ আয়োজন করা হয়। 


১৯৭১ সালের শুরু দিকে  ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার একটা টেস্ট ম্যাচের ৪ দিনই বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। দদর্শকদের কথা চিন্তা করে পঞ্চম দিনে ৪০ ওভারের ম্যাচের আয়োজন করা হয়। এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আয়োজকদের বিস্মিত করে৷ 

এই সফলতা এবং একদিনের ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে পুজি করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ অনেক দেশ ঘরোয়াভিত্তিতে একদিনের ক্রিকেট আয়োজন করতে থাকে। 

এই প্রেক্ষিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে। এটি বাস্তবায়ন করতে আইসিসির আরো ৪ বছর সময় লেগে যায়। ১৯৭৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় প্রথম ওয়ানডে বিশ্বকাপ।