জার্মানিত হতে যাওয়া ইউরো ২০২৪ ইউরো এর গ্রুপ পর্বে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও স্পেন। মৃত্যু কূপ "বি" গ্রুপে এই দুই দলের সঙ্গী ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।
গত আসরে সেমিফাইনালে মুখোমুখি হওয়া ডেনমার্ক ও ইংল্যান্ড এবার একই গ্রুপে পড়েছে। 'সি' গ্রুপে এই দুই দলের কঠিন পরীক্ষাই নেবে সার্বিয়া ও স্লোভেনিয়া।
'এফ' গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল খেলবে তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও প্লে অফ পাথ সি জয়ী দল।
জার্মানির হামবুর্গে শনিবার ইউরো ২০২৪ এর মূল পর্বের ড্র অনুষ্ঠিত হয়। আগামী বছর ১৫ জুন জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ইউরোর ১৭তম আসর।
গ্রুপ এ : জার্মানি, হাঙ্গেরি, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড।
গ্রুপ বি : স্পেন, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, ইতালি।
গ্রুপ সি : ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া।
গ্রুপ ডি : ফ্রান্স, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, প্লে অফ জয়ী (পাথ-এ পোল্যান্ড, এস্তোনিয়া, ওয়েলস বা ফিনল্যান্ড )।
গ্রুপ ই : বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া, প্লে অফ জয়ী (পাথ-বি আইসল্যান্ড, ইসরাঈল, বসেনিয়া বা ইউক্রেন)।
গ্রুপ এফ : পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, প্লে অফ জয়ী (পাথ-সি জর্জিয়া, লুয়েমবার্গ, গ্রিস বা কাজাখস্তান )।
0 Comments