ম্যানচেস্টার ইউনাইটেড যেন প্রবল ঝড়ে গভীর সমূদ্রে বিকল হয়ে পড়া দিশাহীন এক বিশাল জাহাজ। গত দশ বছরে ১.৫ বিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেও বিকল জাহাজ সচল করা যাচ্ছেনা। মাঝে মধ্যে হঠাৎ সচল হলেও ব্রাইটন, কোপেনহেগেনের মতো ছোটো জাহাজগুলোর সঙ্গে গতিতে কুলিয়ে উঠতে পারেনা।

এই জাহাজটার অ্যালেক্স ফার্গুসন নামের একজন ক্যাপ্টেন ছিল। সামনে যত আইসবার্গ থাকত বা  যত ভয়ংকর ঝড়েই পড়ত চুইংগাম চাবাতে চাবাতে লোকটা কীভাবে যেন সব সামাল দিয়ে ফেলত। তবে রেড ডেভিলদের হয়ে যাত্রার শুরুটা মোটেও সহজ ছিল না এই স্কটিশ ম্যানেজারের। প্রথম চার বছর উল্লেখ করার মতো সাফল্য তো ছিলইনা বরং প্রায় বরখাস্ত হয়ে গিয়েছিলেন ফার্গুসন।



 ফার্গুসনের অধীনে ১৯৮৬ বিশ্বকাপে অংশ নেয় স্কটল্যান্ড। কিন্তু দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় ১৫ জুন পদত্যাগ করেন ফার্গুসন। ঐ বছর ৬ নভেম্বর কোচ হিসেবে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। টটেনহ্যাম হটস্পার এবং আর্সেনালের কোচ হওয়ার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দেন ফার্গুসন। ১৯৮৪/৮৫ মৌসুমের শেষে অবসরের ঘোষণা দেন লিভারপুলের কোচ জো ফ্যাগান। গণমাধ্যমের তথ্যানুযায়ী অলরেডদের পরবর্তী কোচ হিসেবে ফার্গুসনকে বিবেচনা করা হয়েছিল। কিন্তু সে সুযোগ লুফে নেন লিভারপুলের ফরোয়ার্ড কেনি ডালগ্লিশ। 



পর্ব:১